সারওয়ার আলী

সারওয়ার আলী

জন্ম ১৯৪৩, ময়মনসিংহ। ১৯৬২ সালে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন। ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহসভাপতি। তিনবার বিএমএর মহাসচিব ও দুবারের জন্য সহসভাপতি। ১৯৮৪ সালে চিকিৎসক-প্রকৌশলী-কৃষিবিদ সমন্বয় পরিষদ এবং ১৯৯০ সালে সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের অন্যতম আহবায়ক। ১৯৬৮ সাল থেকে ছায়ানটের কার্যকরী পরিষদের সদস্য এবং বর্তমানে এর নির্বাহী সভাপতি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহে প্রচারাভিযান চালান। পরে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম উদ্যোক্তা ও ট্রাস্টি। সেক্টর কমান্ডারস ফোরামের অন্যতম সম্পাদক হিসেবে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রেখেছেন, বর্তমানে উপদেষ্টা। চাকরিজীবনে ফাইজার বাংলাদেশের। মেডিক্যাল ডিরেক্টর এবং রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বোর্ডের চেয়ারম্যান। তিনি বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি ও বারডেমের ম্যানেজমেন্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান।

সারওয়ার আলী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon